*আফসোস*

আমি কি ভুল করেছি বুঝেছি ভালোই এখন,
যখন আমার ছিলো সময়,ছিলো কম বুদ্ধি তখন।।

যখন ছিলো পড়ার সময়, দিয়েছি ফাঁকি আমি,
ভেবে আর হবে কি এখন, জীবন নষ্ট জানি।।

যখন বয়স ছিলো খেলার সময়, আড্ডায় মন তখন,
নানান রকম রোগের বাসা ঘর করেছে এখন।।

খাবারেতে বাহানা তখন, নেই ঘরের রান্নায় রুচি,
এখন দেখো খাইনা তেমন,তবু  পেটের রোগে ভুগী।।

কাজের চাপে  দূরে সরেছি কাছের মানুষদের থেকে,
এখন তাদের খুব পড়ছে মনে, কেউ আর নাই পাশে।।

যে পাড়াতে হয়েছি বড়, বিক্রি এখন বাড়ী,
ফ্লাট বাড়িতে বন্দী এখন সবাই যেনো আড়ি।।

সারা জীবন দৌড়ে গেছি টাকা টাকা করে,
সেই টাকাই আজ যাচ্ছে চলে কাউকে না বলে।।

বুড়ো বয়সে একলা বসে ভাবছি খুলে নিজের মুখোশ,
শুধরানোর সময় হয়েছে শেষ ,রয়ে গেছে শুধু আফসোস।।