*আবার এলাম ফিরে*

আমি আবার এলাম ফিরে,
রেখেছি কথা যাইনি ভুলে,
মাঝপথে হাত ছাড়িনি তোমার,
যাইনি চলে তোমায় একলা ফেলে।।

জানিনা কী করে হঠাৎ সেইদিন,
গিয়েছিলাম ভুলে স্মৃতি তোমার,
চলেছিলাম পথে একলা ওই দিন,
তাইতো ,কপালে ছিলো লেখা শাস্তি আমার।।

হয়তো বা কোনো পুন্য আমার,
হয়তো বা সবার ভালোবাসা,
হয়তো বা সাতপাঁকের সেই শপথ নেওয়া,
তাইতো আবার সবার মাঝে ফিরে আসা।।

ছিলো অনেক কাজ বাকী,
চাইনি দিতে হিসাবের খাতায় কোনো ফাঁকি,
করতে পূরণ যা ছিল কাজের ফর্দ,
তাইতো আসতে ফিরে আবার আমি বাধ্য।।

পারিনি করতে প্রার্থনা সবার অমান্য,
হতে পারিনি চিকিৎসকের অবাধ্য,
তোমার ভালোবাসা কে করে সম্মান,
জীবনে ফেরাই ছিলো আমার শুধু কাম্য।।

দিচ্ছি কথা তোমায় আমি,
রাখবো না এবার কোনো কাজ বাকি,
যতবার তুমি ভাসাবে নয়ন, তোমার অশ্রুজলে,
দিচ্ছিকথা , ততবার আমি আবার আসবো ফিরে।।