*আবার আসবো ফিরে*
আমি আবার আসবো ফিরে
দিচ্ছি কথা রেখো লিখে,
কপাল লিখন সে যাই থাকুক,
হবে দেখা ফেরত এলে।।
হয়নি আমার কাজ সারা,
অনেক কর্তব্য আছে বাকি,
আমি আবার আসবো ফিরে,
দেবো না আমি কাউকে ফাঁকি।।
প্রতিশ্রুতি ছিলো যত,
হয়তো পারিনি কিছু করতে পালন,
আসবো ফিরে আবার আমি,
করবো আমি সর্ব পূরণ।।
কথা ছিলো হবে দেখা,
হঠাৎ করে গেলাম চলে,
মুখো মুখী হবো আবার,
যখন আমি আসবো ফিরে।।
অনেক কাজ ছিলো বাকী,
করবো পরে ভেবে ছিলাম,
জানি সব থাকবে মনে,
করবো পুরো ফেরত এসে।।
বিচার ছিলো বিচারাধীন,
ফলাফলে হলো দেরী,
শাস্তি যদি হয়েও থাকে,
করতে গ্রহন আসবো ফিরে।।
দোষ দিওনা আমায় কেউ,
না জানিয়েই গেলাম চলে,
করজোড়ে চাইছি মাফ,
দিচ্ছি কথা আসবো ফিরে।।
কপাল লিখন ছিল আমার,
চলে যাবো, কাজ রেখে বাকী,
ধার আমার লাগেনা ভালো,
প্রতিক্ষায় আমি,
দেখো, আবার কবে ফিরি।।