অতৃপ্ত মরুর বুকে একবিন্দু বারি,
নিমেষেই উবে গেলো ;
কন্টকধারিরা শ্বাস ফেলার আগেই।
তুমি বৃষ্টি হবে এসো, উড়ে যাও দূর গগনে।
প্রজাপতির ডানা আমি মুড়ে দেবো পলিথিনের পল্লব দিয়ে।
বাহারি ফুলের গন্ধ, বন্ধ নাকে না-ই ঘেঁষে,
দুর্গন্ধ তার পরাজয় নিশ্চিত।
আমি কি পারি তা নাই বা জানালে,
শুধু বন্ধ্যার বুকে থাকা ডাগর পাথর সরিয়ে দেবো এই বলে দাও তারে।
তুমিই পারো ঐ প্রকান্ড পাহাড় ডিঙ্গিয়ে মৌসুমি বায়ু হয়ে বন্ধ্যার সৃষ্টি স্তম্ভে
এক মস্ত পতাকা ফরফর করে উড়াতে।
যদি চাও;তবে এসো, যোগাযোগ হউক এখনই।
*****