ভোটের প্রথম দফা শেষ হল।
বহিরাগতরা চলে গেলো স্বস্থানে।
ভোটের পরেই দাঙ্গা হাঙ্গামায় নেতা,
জনসাধারন,ছাত্রছাত্রীদের মোটামোটি
একদফা বেশ হয়ে গেলে হসপিটালে
বেড়িয়ে আসলো।একে একে সবাই
বাড়ি ফিরলো। তিন তারিখ ফলাফল
ঘোষণা হবে।সবাই প্রতীক্ষায় কি হবে....
সবাই আশাবাদী আমরাই জিতবো...
রচনাকাল :-
২৩-০২-২০১৮ ইং
১০ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।