বসন্ত এলো
কোকিল বিনে,
ভোটের বাজারে
নেতা জিনে।

কইরে গাছে
মধুর সুর,
রাজনীতি
রাতভোর।

হায়রে কই
মলয় বাতাস,
চারি দিকে
ভোটের উচ্ছাস।

একে অপরের
নিন্দায় রত,
ছোটবড়
নেতা যতো।

কেবা জিতে
কেবা হারে,
কেহ কাউকে
নাহি ছাড়ে।

বড় বড়
মন্ত্রী নেতা,
ত্রিপুরায়
যথাতথা।

কতো গান
কতো সুরে,
ভোট এলো
আজ দোরে।

ত্রিপুরা বাসি
আছে যারা,
বাছবে কাকে
মানিক /হীরা।



রচনাকাল :-
১৫-০২-২০১৮ ইং
২ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।