এলো রে এলো রে এলো
ভোট এলো রে।
খোলো রে খোলো রে খোলো
দ্বার খোলো রে।
থেকো না থেকো না থেকো না
বন্ধ ঘরে রে।
জাগো রে জাগো রে জাগো
জনতা জাগো রে।
জ্বালো রে জ্বালো রে জ্বালো
জ্ঞান বাতি রে।
দেখো রে দেখো রে দেখো
দুনিয়াটাকে রে।
চলো রে চলো রে চলো
সত্যের পথে রে।
ধরো রে ধরো রে ধরো
হাত ধরো রে।
হাসো রে হাসো রে হাসো
প্রাণ খুলে রে।
গড়ো রে গড়ো রে গড়ো
মাতৃভূমি রে।


রচনাকাল :-
৬-০২-২০১৮ ইং
২৩ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।