রক্ত চুষা পতঙ্গ তুই
রক্ত চুষে খাস।
গরু হয়ে জন্ম নিবি
খাবি ঘাটার ঘাস।
তুর পিরিতি ডেঙ্গু ভরা
পরাণ যাবে বুঝি।
ভরা জোয়ারে বান উঠিল
খেই হারালো মাঝি।
কিবা দিবা কিবা রাতি
তুকে ভেবেই সারা।
এক নজরে না আসিলে
হতাম দিশা হারা।
কোথায় গেলো কুসুম কলি
ঝরা পাতার দল।
উবে গেলো হৃদের জ্বালা
ভালোবাসা খল।
বন বাসি হবো আমি
খাবো বন ফল।
দেবো নাতো ধরা কভু
যতো পাতাস কল।
নতুন পাখি নতুন বাসা
নতুন মুখের বুলি।
লোভে পড়ে নিলাম কাঁধে
ভিক্ষে চাওয়ার ঝুলি।
********