ছোটবেলা পড়া ফাঁকি দিয়ে
মজা নিতাম, না সাজা...
পড়ার বইয়ের নীচে ঠাকুমার ঝুলি
অষ্টম মানের বিদ্যালয় হলেও
লাইব্রেরীর আলমারি টইটম্বুর
নেবে আর দেবে কোন কৈফিয়ৎ হবে না
ভুত পেত্নী দৈত্য দানব রাজা রানী
এই নিয়ে সংসার।
রাতে বই পড়ে ব্যাস হয়ে গেল,
ঘুমের বারোটা,
ভয় শিয়রে জেগে সারারাত
ভুতেরা বাইরে,
একেলা পেলেই ঘাড়টা মটকাবে,
ভয় পেলেও ঘাড় মটকায় নি।
বড় হয়ে গেছি,
বুড়ো ও হচ্ছি।
আবারও ভয়, আবারও শিয়রে, বাইরে
জেগে অপেক্ষায়, ঘাড় মটকানোর।
করনা ভুতে উৎ পেতে আছে
সুযোগ পেলেই আক্রমণ।