আত্মার মতো চলে যাবে
এ ঘর ছেড়ে অন্য আলয়ে,
এখান থেকে সরে বহু দূরে।
আবার নতুন করে সাজাবে
তোমার নতুন ঘর পুরানো ফার্নিচারে।
শুরু হবে বোঝা পড়া,
চেনা, শুনা, জানা,আরো কতো...
ভাঙ্গার পাশাপাশি আবারো
গড়ে তুলবে নতুন সম্পর্ক।
মানতে হবে নতুন কিছু বিধি নিষেধ
অথবা পাবে কিছু স্বাধীনতা।
নতুন মালিক, নতুন ঘর,
নতুন বাড়ী, নতুন পাড়া,
সব নতুন। পরিশেষে তুমিও
ওদের নতুন ভাড়াটিয়া।
০৮-১১-২০১৭ ইং ;
২১ ই কার্তিক ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।