এই রে,
চ্যাঁচামেচি হট্টগোল,
ডাকাত পড়লো বুঝি।
হায় রে,
সব নিলো বুঝি।
যক্ষের ধন কার গেলো!
হুড়মুড়িয়ে উঠতে গিয়ে,
সড়াৎ শব্দ এলো।
বুক থেকে সেলো পড়ে
হলো খান খান।
ভাঙলো আধা প্রাণ।
ডাকাত ডাকাত!
কোথায় ডাকাত?
দরজা কৈ,
দাঁ লও,
কজন ছিলো,
কি কি নিলো...
ছুটতে ছুটতে গিয়ে 'থ'
এই টুকু এক মেটো সাপ,
বৌ-ঝী'র চিৎকারে
লাগলো পাড়ায় ত্রাণ ।
ভাঙলো আমার প্রাণ।
হাসির খোরাক সবার মুখে,
হাসতে হাসতে কাৎ।
রসিকেদের রসের চুটে
সারা বাড়ী মাৎ।
কাঁচা আমার সুখের ঘুম,
ভাঙলো ঐ চিৎকারে,
টনটন মাথা ভিতর,
মেজাজটা ঠনঠন।
অকারণে মোবাইলটা
হলো খান খান।
সেই মোহেতে
ভাঙলো মন
ভাঙলো আধা প্রাণ।
*******