হাল্কা হেসে মুখে বলি ভালো আছি,
বুকের গভীরে এক পাহাড় কান্না,
পাওয়া, না পাওয়া,হারানোর যন্ত্রণা,
চাহিদার হিসাবে বেবাক গড়মিল ।

গোপনে আঁধার রাতে জোনাকির
আলো দেখে আজকাল মন ভরে কৈ।

বাইরে বড়ো বড়ো রেস্তরাঁ, বারে-
খোলামেলা নাচ গান ।
পার্ক আর সিনেমা হলে ঢল।  

সোনার দাম এখন তুঙ্গে ,
গোলাপ সোনার দামে বিকি হয়-
ভালোবাসা দিবস বলে কথা।

দিনের শেষে হিসাব নিকাশে
চাহিদা আর জোগানের ব্যাবধানের মাঝ বরাবর
দাড়িয়ে ভাবি ভালো আছি কৈ।

              ******