মানুষ ভালো
যদি তাতে মান ও হুশ রয়।
যন্ত্র ভালো
যদি যন্ত্রে শাণ দেওয়া হয়।
কলম ভালো
যদি তাতে রয় লেখার কালি।
বাগান ভালো
যদি তাতে ফুল ফোটায় মালী।
বাবা ভালো
যদি দেয় হাত পাতলেই টাকা।
মা ভালো
যদি দেয় অন্যায় আবদার ঢাকা।
গান ভালো
যদি গান সুরে তালে গায়।
খাদ্য ভালো
যদি খাদ্য মিলেমিশে খায়।
ঘর ভালো
যদি ঘরে সুখশান্তি থাকে।
সন্তান ভালো
যদি ঘরে বাপ-মাকে রাখে।


রচনাকাল :-
২-০৪-২০১৮ ইং
১৮ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।