আমার ভাবনাহীন মুক্ত মনে
দিপ্ত তুমি দিব্যি চিরকালের
মতো দিপ্ত হয়ে রইলে।

খুব ভালো হতো এবার ছুটিতে এসে,
যদি না তোমার সাথে দেখা হতো।
কেন দিপ্ত,আমার ডেকে কথা বললে।
কেন বাঁধলে আমায় মায়ার জালে।

সেদিন কতো কথা হলো তোমায় আমায় ,
এইচ এস এর রেজাল্ট খারাপ হলো,
তাতে কি হয়েছে।তুমি তো অসুস্থ ছিলে।

তোমার মনের অবস্থা খারাপ ছিলো।
বিশ্বাস করো,ভাবিনি এতোটা খারাপ।
আমি না হয় কিছু করিনি তোমার জন্য,
বাকি বন্ধুরা! তারাতো তোমায় হাসাতে
অক্লান্ত চেষ্টা করেছিল দিপ্ত;
কোনো ত্রুটি রাখেনি তো।
একবারও ভাবলে না কারো কথা।

না,আমি তোমার চলে যাওয়ার কথা
এখনো ভাবতে পারছি না কিছুতেই।

এভাবে সবাইকে কাঁদিয়ে চলে গেলে
চিরকালের জন্য না ফেরার দেশে।
না দিপ্ত তুমি ঠিক করোনি কিছুতেই।
এমন কি ঘটলো এভাবে চলে যেতে হলো।
বলো দিপ্ত,উত্তর দাও,না উত্তর তো
আর জানা যাবে না কোনো দিন।
আমার প্রশ্ন,উত্তর হীন প্রশ্নই রয়ে গেলো।


১৪-০৮-২০১৮ ইং ;
২৮ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর,উত্তর ত্রিপুরা
ভারত।

বি:দ্র:=আমার ছেলের বন্ধুর অকাল মৃত্যুতে তার মনের অবস্থা তুলে ধরলাম কবিতায়।