ভাবতে চাই না আর
অহেতুক ভাবনা।
আমার সব ভাবনা নিংড়ে
তোমার কাঁধে সঁপেছি
পারবে কি বইতে এ
বোঝা ভারী।
ঝারা হাত পা নিয়ে
আমি মুক্ত হতে চাই।
চলন্ত নদীর মতো
গড়িয়ে এঁকেবেঁকে
দিক্ হারাতে হারাতে
তোমায় ছুঁতে যাই
সব আবর্জনা টেনে নিয়ে
তোমাতে মিশে গিয়ে
চিরদিনের মতো
আমি মুক্ত হতে চাই।
***