কথা ছিলো ফোনে জানিয়ে দেবে।
আর এ ও কথা হলো ফোনটাকে
যেন সবাই ফলো রাখি।
হয়তো একটু রাত হতে পারে,
তবুও একদিন একটু কষ্ট করে....
মনের মধ্যে অদম্য উত্তেজনা!
সমুদ্রজলের বিশাল বিশাল
ঢেউকেও হার মানিয়ে দিতে পারে,
মনের কোণে সামান্য শঙ্কাও
মাঝেমধ্যে উঁকিঝুঁকি মারে ।
ক্রমে সময় ঘনিয়ে আসে,
রাত হয়, প্রহর গুনতে থাকি;
হঠাৎ মোবাইল বেজে উঠলো,
পেটের ভীতর মুচড়ে ওঠে,
এই বুঝি বার্তা এলো....
এক নতুন অভিজ্ঞতার নেশা,
অবশ্য সাফল্যে হবো জ্বলন্ত নজির,
তাই প্রহর গোনা, আর তা
গুনতে গুনতে কখন গহন রজনী
কাকভোর হল কে জানে....
রচনাকাল :-
১৩-০২-২০১৮ ইং
৩০ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।