আমার এমন কপট বাক্যে
আঘাত হানে তোমায়।
প্রতিদানে মন ভরানো
দিলে উপহার আমায়।

আঘাতে না বিদ্ধ হলে
মনের প্রবল জোরে।
উদ্দীপনায় জেগে উঠলে
সূর্য উঠা ভোরে।

রবে চিরদিন এ উপহার
রাতের চাঁদের মতো।
শ্রেষ্ঠ বলে দাবি জানাই
মাথা করি নত।


২১-১২-২০১৭ ইং ;
৫-ম  পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।