প্রদীপের করুণ ছলোছলো
আঁখি চাঁদের মুখ পানে,
আমার একবুক দীর্ঘ শ্বাস,
বুজে যাবো! আছি ক্ষন কাল....

রজনীগন্ধার সুভাষ মাখা কেশকুন্তল
গোলাপের পাপড়ি ঝরা ফুলসজ্জা,
নববধূর মোহনীয় সৌন্দর্যের যাদু,
অপেক্ষা মান বরে'র মুখে বিন্দুবিন্দু ঘাম   ...
সব আমাকে বিদায় দেবে!

আমার একবুক দীর্ঘ শ্বাস,
বুজে যাবো! আছি ক্ষন কাল......

চন্দ্রমা, তুমি আছো প্রতি তিথি জুড়ে
কখনো উজ্জ্বল, কখনো ম্নান, কখনো
আধার, রাশ কিম্বা শ্যামা আরাধনায়
আরাধ্য হয়ে মানবের অন্তরে অন্তরে।
আমার একবুক দীর্ঘ শ্বাস,  
বুজে যাবো! আছি ক্ষন কাল...

ফিরবো আবার চার পরিক্রমার পর,
তুমি অপেক্ষায় থেকো  
কে রবে কে রবে না ,
আমার একবুক দীর্ঘ শ্বাস,
বুজে যাবো! আছি ক্ষন কাল...

            ******