উঁচু নিচু
সোজা বাঁকা,
সবুজে শ্যামলে
ছবি আঁকা।
পাহার নদী
ঝরনার জল,
বহিছে সদা
করে কলকল।
ক্লান্ত কোকিল
করুণ স্বরে,
কুহুকুহু ডাকে
দিনমান ধরে।
ঢাকের বাদ্যি
বাজছে দূরে।
মা বাসন্তী
আসছে ঘরে।
অশোকাষ্টমীর
মহা মেলা,
কুন্ডুর জলে
স্নানের খেলা।
পাহাড়ের গায়ে
অপূর্ব খনন,
বিচিত্র সব
মূর্তির কানন।
হাজারো বছর
পাথরের ফাঁকে।
ঊনকোটি দেবতা
সেথায় থাকে।




রচনাকাল :-
২০-০৩-২০১৮ ইং
৫ চৈত্র,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।