এই উদাসী হাওয়া উদাস করিলো
গো সখি ;আমি বলিবো কেমনে গো
সখী তোমায়। না জানি কেন অকারনে
আজি মোর হৃদয় কাঁদে অবিরত।
ঐ দেখো সখি বলাকারা আকাশের
গায়ে ডানা মেলিয়া ঝাকে ঝাকে গাহিয়া
চলিছে মিলনের গান।আমায় করিছে
তারা আহ্বান,আমি কেমনে যাই !!!
সাদা মেঘের ভেলা পাল তুলিয়াছে আজ,
রাশি রাশি, সারি সারি ; সখি দেখো
চাহিয়া কি অপরূপ! আমায় ডাকিছে
ঈশারায়, আমি কেমনে যাই সেথায় !!!
যদি স্বপনে আমি লভিতাম সখী এক
ইচ্ছা ধারী বর,দুটি ডানা নিতাম চাহিয়া।
এই উদাসী বাতাসে ভাসিয়া ভাসিয়া, মিশিয়া
যাইতাম দূর বলাকাদের ভীড়ের মাঝে।
আমি উড়িয়া উড়িয়া চলিয়া যাইতাম সাদা
সাদা মেঘেদের ভেলায়।সেথায় লুকোচুরি
খেলিয়া যখন ক্লান্ত অবসন্ন, আবার
বৃষ্টির রিমঝিম তালে ফিরিতাম ধরায়।
--------------------
১১-১-২০১৮ ইং ;
২৬ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।
ভারত।