আমি তো ঘুমিয়ে সুখী,
তুমি সুখী জেগে।
আমি বলি ধীরে ধীরে
তুমি বলো রেগে।
আমি চলি পায়ে পায়ে
তুমি চলো দ্রুত।
আমি যদি মলম লাগাই
তুমি করো ক্ষত ।
আমি আড্ডা ভালোবাসি
তুমি কর নিন্দা।
দামী শাড়ি চোখে আমার
তুমি খোঁজ মন্দা।
সাজগোছ ভালো লাগে
যদি সেজে যাই।
অকথা কুকথা বলে
সব পুড়ে ছাই।
শত মিল হাজার অমিল
তবু কাছে চাই।
এমনি করেই জীবন কাটে
সব চড়াই উৎরাই।