তোমরা ছাত্র
       ধারক পাত্র
              ধরনী ধরিবার।

আমরা শিক্ষক
          সমাজ রক্ষক
                তরাইতে পারাবার।
              
হোক অনুকূল
       নাহোক প্রতিকূল
                ভাসাবোই তরি।

নাও বাইবো
          হাল ধরিবো
               বাঁচি নাহয় মরি।
              ------


০৫-০৭-২০১৮ ইং ;
২০ আষাঢ় ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।