তুমি সুন্দর
আমার মনের মতো।
স্বপ্ন সুন্দর,
আমি কতো দেখেছি ;
তোমায় স্বপনে।
তুমি স্বপনের চেয়ে
বেশি সুন্দর।
তুমি সুন্দর
আমার মনের মতো।

আমি এঁকেছি,
তোমার ছবি এঁকেছি,
তুমি সুন্দর,
ছবির চেয়েও সুন্দর।

কতো বুনেছি
কল্পনার জাল বুনেছি,
তুমি সুন্দর,
কল্পনার থেকেও সুন্দর।
তুমি সুন্দর
আমার মনের মতো।
তুমি সুন্দর
লা..লা.....সুন্দর।



রচনাকাল :-
০৪-০৫-২০১৮ ইং
২০ ই বৈশাখ ,  ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।