আমার এঘর তুমি ছেড়ে যাবে যবে,
তুমি বিনা মোর ঘর পুনঃ শূন্য হবে।
সারাদিন প্রতিক্ষায় রই পথ চেয়ে,
সূর্য হইবে অস্ত, সন্ধ্যা আসিবে নেয়ে।
আকাশেতে তারাদল উঠে একে একে।
তাদের ভীড়ের মাঝে চাঁদ থাকে বেঁকে।
পাখিকুল নিজ নিজ নীড়ে ফিরে যায়,
দিনের সফর শেষে নিরবে ঘুমায়।
জনজাতি সবাই তো আপন আলয়ে।
পরম সুখে রয় আপনজন লয়ে।
তুমিওতো ফিরে যাবে তোমার নিশানে,
সেথায় তোমার রাজ্য তোমার শাসনে।
আমি একা এ ঘরে সাজ প্রদীপ দিয়ে।
বসে থাকি নিশিদিন তোমার স্মৃতি নিয়ে।
৪-১-২০১৮ ইং ;
১৯ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর
ভারত।