এখনো আমার দুয়ারে আসেনি রবি।
আঁধারেরা খেলিছে লুকোচুরি।
আমি অবিরাম নিমেষ গুনছি ।
কিছু কথা রেখেছি সংগোপনে।
বলিতে কে বাঁধিলো মোরে।
একটু সবুর কর!
যখন ঘনায়ে আসিবে সে খেলা।
দিবাকর পসিবে মোর কুঞ্জছায়ায়।
পাখীদের কাকলি ধ্বনিবে চৌদিকে।
আলোকেরা জলে তুলিবে ঢেউ।
কোন এক পলকে আমি পাঠাবো বারতা।
তুমি আসিও দ্বার পানে।
*****
১১-০৭-২০১৮ ইং ;
২৬ আষাঢ় ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।