আজো পারিনি সময় দিতে তোমায়
কবিতা ; প্লিজ অভিমান করো না।
আমি ভালোবাসি তোমায়।
বিশ্বাস করো,তোমাকেই ভালোবাসি।
তাই বলে আমার কর্তব্য, সেও আছে।
একদিকে ভালোবাসা, অন্যদিকে কর্তব্য।
  দুটোই আমার।
বোঝ আমাকে প্লিজ,
রাগ করো না।
তুমি আমারই কবিতা।
শুধু দাও একটু সময়।
পায়ের নীচের মাটিকে দাঁও
একটু শক্ত হতে....
যেখানে দাঁড়াবো তোমায় নিয়ে
পাকাপোক্ত ভাবে।
ঝড় আসবে,ভীষণ ঝড়,
ভূমি কাঁপবে,সব নড়বে
কিন্তু আমরা রবো অটল,অনড়।
তখন শুধু তুমি আর আমি ব্যস্  .....



০৭-১১-২০১৭ ইং ;
২০ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।