তোমায় দেখি আকাশের মতো সুনীল।
যেখানে ডানা মেলে উড়ে বেড়ায় চিল।
কখনো তুমি গুরুগম্ভীর পুরু কালো।
মাঝে মাঝে বিজলী চমকে জ্বালে আলো।
কখনো শিশিরে ভেজা তোমারি বদন।
কখনো জমে যায় মেঘের আস্তরণ।
কখনো ভোরের সূর্যের মতো লাবণ্য।
খুশীতে দোলে উঠে দূরের ঐ অরণ্য।
কখনো গ্রীষ্মের মধ্যাহ্ন রবির জ্বালা।
সব কিছুই শুকিয়ে হয় ফালা ফালা।
রাতের আকাশে তুমি লক্ষ কোটি তারা।
তোমায় দেখে আমি হই যে দিশাহারা।
কতো রূপে মহিমায় তোমার প্রকাশ।
আমার জীবনে তুমি অসীম আকাশ।
২৮-১২-২০১৭ ইং ;
১২ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর
ভারত।