ভালোবাসো যদি তুমি সত্যিই আমায়,
বনস্পতির চূড়ায় রাখিবো তোমায়।
দেখাবো তোমায় চোখ যতদূর যায়,
তাই এসো তুমি প্রিয়ে আমারি চূড়ায়।
রাখিবো তোমায় আমি সবার উপরে,
দেখিবে সব তোমায় মাথা উঁচু করে।
দিনের প্রথম সূর্য তুমিই দেখিবে।
অস্তগামী সূর্যটিও হাতছানি দেবে।
বসন্ত সবার আগে তোমাতে আসিবে।
আমার মতো সে,তোমায় ভালোবাসিবে।
শরতের কুয়াশার প্রথম যে কণা,
ঢালিবে শরৎ রানী ওগো সুবদনা।
বর্ষার বৃষ্টি ধারা তুমি চাতক সম,
ভালোবেসে নিও তুমি ওগো প্রিয়ে মম।



রচনাকাল :-
১৮-০১-২০১৮ ইং
৪ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।