তুমিই তো দিয়েছিলে মোরে ঠাঁই,
তোমার তরু ছায়াতলে।
তারি আবেশে জুড়ালো মম হৃদয়।
কতো না সময় বহিলো বোঝেও বুঝিনি।
নিদ্রায় বিভোর হয়ে যামিনী যাপিনু।
হিসেব লিখিনি কভু হিসেবের খাতায়।
আঁধার রাতের করাল আঘাত
চেয়ে ও পারেনি স্পর্শিতে মোরে।
তুমি যে ছিলে দুয়ারে দাঁড়ায়ে।
হয়তো হয়েছে দেরি,বুঝিতে মূঢ়তা।
সময় হলো,নাও না প্রতিদান।
তুমি বাড়াও দুহাত মোর পানে।
নিয়না আজ মুখ ফিরিয়ে।
-------
০৪-০৭-২০১৮ ইং ;
১৯ আষাঢ় ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।