রূপের মাঝে
অরূপ তোমার
স্বরূপ কি তা বলো।
কোমল কমল
ক্রোধের বিষে
দু পায়ে তারে দলো।
হিতের মাঝে
অহিত যতেক
সেধে নিলে নিজ ঘরে।
কুকথা শুনালে
কেবলি তারে
বাঁধিলো না তব সংস্কারে।
অজ্ঞান বশে
সজ্ঞান নাশে
হেরিতে পার নি তারে।
প্রণয় ভিক্ষা
দুহাত বাড়িয়ে
ঘুরে ফিরো তার দ্বারে।
০৩-০৬-২০১৮ ইং ;
১৯ ই জ্যৈষ্ঠ ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।