তুমি বাপু
কলা কৌশলি
মস্ত যাদুকর।
ময়না পাখি
ধরে রাখো
তোমারি অন্তর।
ইচ্ছে খুশি
ছেড়ে দাও
খোলা আকাশে।
ইচ্ছে মতো
টেনে আনো
আপনার পাশে।
ময়না পাখি
করলো কিগো
এমনতর যাদু।
ময়না পাখি
খাওয়ালো কি
এমনতর মধু।
দল ছাড়া
নিরি বিলি
ময়নার'ই কারন।
মন খুলে
কথা বলা
তোমার কি বারণ?
মণি কোঠা
গড়ে তোলো
ময়নারই তরে।
বেঁধে রাখো
ময়না পাখি
তোমারই ঘরে।
১৪-১০-২০১৭ ইং ;
২৭ ই আশ্বিন ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।