নমি,আজি এ পূণ্য লগনে
তোমাদের নমি ; মোর
গুরুকুল। যারা ব্রতী
ছিলে শিক্ষা কর্মে।
যবে থেকে হাতে
নিয়েছি শিক্ষার তরণী।
আজও বয়ে চলছি
সেই তরী খানি,কত
উজান-ভাটিগাঙে।
পেছনে ফিরে দেখি
আবছা হয়ে গেছে
কিছু স্মৃতি। স্মরণে
ব্যর্থ সকল গুরুর
মুখাবয়ব।অধমের
এই মূঢ়তা মার্জনা
করে দিও নিজ
গুণে, আজি এই
পূণ্য লগনে।




০৫-০৯-২০১৭ ইং ;
১৯ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।