তব সাথে বসে আহার
পাই যেন অমৃত স্বাদ।
তব বিহনে একাকিত্বে
সব যেন হয় বিস্বাদ।

তব সাথে গভীর বনে
লাগে এমন কুঞ্জকানন,
একাকিনী প্রতিটি ক্ষণ
ভারাক্রান্ত মোর আনন।

তব সাথে পথ মাঝে
প্রাণ পাখী ধরে গান,
তব বিনা মোর বীণা
হারায় সুর,ছন্দ, তান।

তব পথ পানে চেয়ে
কাটে কতো সন্ধিক্ষণ,
পেয়ে দেখা না রই একা
বিনিময় করি মন।



রচনাকাল :-
২-০২-২০১৮ ইং
১৯ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।