মুখে শুধুই কথা, অস্পষ্ট বোলে,
শ্রোতা বড় ক্লান্ত,
চাইছে বিশ্রাম কর্ণকুহরের।
শুধু শুনেই শেষ নেই,
তার যথোপযুক্ত জবাব ও দিতে হবে।
বক্তা মুখের দিকে তাকিয়ে থাকে।
কিছু বক্তব্য ভিত্তিহীন,
কিছু অর্থহীন,
তবুও মুখের বিরাম নেই।
রাতজাগা পাখী,
চক্ষু নির্মিলিত,
আর অজস্র কথার ভীড়।
লাগামহীন ঘোড়ার মতো শুধু
ছুটছে অস্পষ্ট কথার বুলি।
কতো জানা,অজানা পুরানো তথ্য।
বহু পুরানো লোকের ইতিবৃত্তি,
চলছে কথার এক্সপ্রেস..... বিরামহীন।
রচনাকাল :-
১৫-০৩-২০১৮ ইং
৩০ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ভ্যালী নার্সিংহোম, শিলচড়।
ভারত।