আমার শরীর ভালো নয়,
না না,তেমন কিছু হয় নি।
ঘাবড়ানোর কারন নেই।
সারা দিন ঘর আর স্কুলের
বাচ্চাদের সাথে খাটাখাটি
করে আমি ক্লান্ত।

আবার গরম ও পড়েছে বেশ।

সন্ধ্যায় তোমার বাড়ি যেতে হবে।
তোমার আদেশ বলা যায়।
আমার শরির বিছানা খুঁজছে কেবল।
একটি শীতল পাটি বিছানো বিছানা।
মাথার উপর ঘুরবে বৈদ্যুতিক পাখা।

হ্যাঁ জানি,তোমার বাড়িতেও আছে।
তবু নিজের ঘরে স্বাধীনতা অনেক ।

তোমার মুখে আজকাল কিছুই
আটকায়না।
যারতার সামনে যা খুশি বলে ফেলো।
আমার লজ্জা হয় ভীষণ।
কাউকে অপমানজনক কথা বলতে
সামান্য দ্বিধা বোধ মোটেই করোনা ।
জানিনা,তোমার এ অন্যায় আমি
আর কতোদিন প্রশ্রয় দেবো।
আর কতো দিন অভিযোজন করবো।
তোমার কাছে এটা স্বাভাবিক।
যে বলে সে বুঝে না কতো ভারী পড়লো।
আমি বুঝি, তবুও মেনে নেই।
যদি সব ঠিকঠাক থাকে সে আশায়।

           -------