টেকনোলজি আতঙ্ক।
হ্যাঁ,ঠিক তাই।
না,না,শুন,
বিতর্ক নয়।
প্রতিদিন সকালে শুভবার্তা আসে।
শুভাশুভ খবর বিনিময় চলে।
দীর্ঘ দিনের অভ্যাস।
প্রতিদিনকার রুটিন।
গুডমর্নিং,
তেমন কিছু থাকে না প্রায়শই,
তবুও ফোন আসে,
নতুবা যায়।
কথা হয় অনেক....
সময় অতিক্রান্ত,
আজ ফোন এলো না।
কাজের ফাঁকেও কান খাড়া।
মোবাইল চেক্।
না, কোনো কল নেই।
অগস্ত্য আমিই করলাম।
না,হচ্ছে না।
ফোন ডুকছে না কিছুতেই।
হ্যোয়াটস্অ্যাপ ও বন্ধ।
তাহলে কি হলো।
সব ঠিক আছে তো!
কোনো বিপদ হয়নি তো?
রচনাকাল :-
১১-০৪-২০১৮ ইং
২৭ চৈত্র, ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।