আঁধার রাতে      তারাদের সাথে
           একটু করি ভাব।

লাবণী রজনী     দেখিতে সজনী    
          সময়ের বড় অভাব।

সারা দিনমান     চলছে সমান
        জীবনের বোঝা পড়া।

রাত্রির গগন       করেছে  মগন
        কি অপরূপ মনোহরা।

সহস্র বিন্দুতে           আলোক সিন্ধুতে
          পাল তুলেছে কেউ ।

মনের কোণে     মণিহার  বুনে
       হৃদয়ে লাগিল ঢেউ ।  

আবেগী নয়ন         করিছে চয়ন  
        জ্যোৎস্না নিশি জেগে।

মলয়েরা ধায়       হেথায় হুথায়
           শুভ্র বসন মেঘে।

              *******