যন্ত্রের শেষ দম টুকু শেষ হলে বন্ধ হয়ে গেল।
অনুরোধে ঢেঁকি গিলতে গিয়ে গলায় আটকা পড়ল।
বাথরুমের দেওয়ালে আয়নায় নিজের মুখ দেখি,
আর মানষ চোখে ওর মুখ।
দুটোর তুলনা করি কে বেশি সুন্দর।
গুরুত্বের কাঁটা ওর দিকেই ঝুকে গেছে।
হেরে গেলাম নিজের কাছে ....
এক পশলা ঝড় প্রকৃতিতেও বয়ে গেলো।
সাথে নিয়া গেল বিদ্যুৎ দাকে।
সারা শহর অন্ধকারে ডুবে আছে।
মনের অলিতে গলিতে ধ্বস পরল।
সারারাত বালিশ নিয়ে এপিঠ ওপিঠ
আর টানা হিসেব নিকেশ।
হেরে যাওয়া পথ ছেড়ে নিদ্রা চলে গেছে,
কোন সুদূর আলোর পথে।
*****
বৈশাখ ৪
১৪৩১ বাংলা