উঁচু নিচুর প্রশ্ন ঝেড়ে ফেলেছি
মান গরিমা ও ধুয়ে গেছে ,
পোশাক নজর কাড়ে না,
পাকা চুল ছড়িয়ে আছে কপাল জোড়ে।
ঘর আর বাহির এক পাহাড় ব্যবধান,
শান্তির নীড়ে বিশ্বগ্রাহী আতঙ্কের ছিটা,
বাজারের ব্যাগে শাকসবজি বদলে
ভাইরাস নাশকতার উপকরণ
পকেটে মানিব্যাগে সেনি টা-ই জার
নাকেমুখে মাস্ক বহুগুণ মূল্যে কেনা।
তবুও আতঙ্ক হৃদয় জুড়ে ।
রাত পোহাবে কি অরুণ আচল ধরে
ভোরের আলো পড়বে কি মোর
সবুজ ঘাসের বুকে ।