আবছা জ্যোৎস্নায় মাখা,
দিক্বিদিকে ঘন কুহেলিকা,
আরাম কেদাটায় বসে
নয়ন হারায় জানি কাহারে খুঁজে!
সেথায় বনানীর অাধো ছায়া।
করুণ আবেশিত তার মায়া মাখা ।
নয়ন পড়ে ঐ দূর দিগন্তে,
আকাশের ঐ সুখতারার পানে।
মিট্ মিট্ করে হাসে;
আমি লাজে মরি চোখে চোখ রেখে।
ধীর পায়ে কে এসে দাঁড়ায় পেছনে,
তার পদধ্বনি শুনি।
তার আলতো ছোঁয়ায় শিহরন জাগে।
ও তুমি এলে নাকি ;
হায়! কোথায়,আমি বিছানায় শুয়ে।
একি স্বপ্ন......
রচনাকাল :-
০১-০৩-২০১৮ ইং
১৬ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।