জানি না কেন যে আজ,
তুমি মোর মন মন্দিরে
বারে বারে বাজাও ঘন্টা
          অবিরত
সেই ধ্বণী বিঁধিছে হৃদয়ে।
মোর দেহ-বিশ্ব মাঝে লাগে
              শিহরণ।
মন মাঝে জাগে যে হরষ।

তুমি ঐ দূরসীমান্ত থেকে
টানিছ কি মোরে কোনো
এক অদৃশ্য সূতোর
             টানে।
যদি তাই হয়,তবে আমি
নীরবে চলিয়া যাবো তোমার
             সন্নিকটে।
আজ নেই কোন অভিমান।
তোমার মনো মন্দিরে নেবো
             আজ ঠাঁই।
সেথায় গাহিব মিলনের গান।
দোহে মিলে খুঁজে নেবো স্বর্গের                  
               সীমানা।



০৬-০৯-২০১৭ ইং ;
২০ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।