হে প্রদীপ্ত বীর সন্ন্যাসী বিবেকানন্দ।
চির গৈরিকধারী তুমিই চিদানন্দ।
শৌর্যে বীর্যে ধরাধামে মহা বলিয়ান।
বদন তোমার হেরি সদাই অম্লান।
তুমিযে আদর্শ এই যুবক সমাজে।
জীবন ধন্য মোর তোমার ছায়া খোঁজে।
অক্ষয় তোমার জন্ম এই ধরাধামে।
আশিস করো প্রভু সকল নরাধমে।