আঁখি বিনিদ্র
আসবে আশিস
মোর সেল ফোনে।
প্রথম শুভেচ্ছা
জানাবে আমায়
প্রাণের প্রিয় জনে।
ঘড়ির কাঁটা
দেখছি বারেক
ঘুমঘুম দুই চোখে।
শয্যা ত্যাজিয়া
কেদারায় বসিয়া
প্রতিক্ষা মনের সুখে।
০৮-০৬-২০১৮ ইং ;
২৪ ই জ্যৈষ্ঠ ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।