জীবন বেদী
অশ্রু নদী
ভাসিয়ে দিয়ে যায়।

তারই টানে
আলোক যানে
পিছে পিছে ধায়।

কাজের ফাঁকে
পথের বাঁকে
হারাই বারে বারে।

আপন মনে
অলস ক্ষণে
জড়িয়ে ধরি তারে।

চিত্ত যেথা
বিত্ত হেথা
অলিক স্বপন জাল।

সুরে সুরে
ভাসি দূরে
ছাড়িয়ে দিয়ে পাল।

অনন্তকাল
ধরেছে হাল,
জীবন জোয়ারে তাই।

ভাটার টানে
মাঝির প্রাণে
সুরের অন্ত নাই।


২৪-১০-২০১৭ ইং ;
৬ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।