তুমি দেখতে নাকি ভারি সুন্দর,
দিন দুয়েক শুনেছি ,
হ্যাঁ নিজ কানেই,
দেখতে বড় সাধ হলো,
তবে ভয় ছিলো,
যদি জেনে
অহংকারের মুকুট মাথায় ধরে
ব্যাকা সুরে নাকি কথায় হৃদয় চেপে ধরো
যদি কুদৃষ্টিতে ছলনা
কিংবা ভালোবাসা অথবা
মমতা উজাড় বর্ষনে
আমায় বেধে ফেলো
মস্ত মরণ ফাঁদে।
তুমি পুরুষ নাকি স্ত্রী
যা-ই হও, বেপরোয়া আমি
চাইনে তুমার স্পর্শ
তোমার সৌন্দর্য মূল্য হীন।
তুমি মৃত্যুর বিভীষিকা ।
তুমি অগ্রজ।