সুন্দর, সুন্দর, সুন্দর, সুন্দর
সুন্দর কোথায় হায়।
কার কিসে সুন্দর লাগে
বলা ভীষণ দায়।
যতোই তুমি ঘুরে বেড়াও
সুন্দর এর সন্ধানে।
সাগর, নদী, মরু, পাহাড়
নব নব স্থানে।
সুন্দর তোমার চোখের মাঝেই
সুন্দর তোমার মনে।
চিত্ত যখন বিত্ত থাকে
সুন্দর দেখবে বনে।
০৮-১২-২০১৭ ইং ;
২১ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা,
ভারত।