কবিতায় লিখি আমার মনের কথা।
ছন্দেতে প্রকাশ করি মোর যতো ব্যথা।
কাগজে পত্রে আমি লিখে চলি যখন,
মনের আকুতিরা কলমে ধরেছে ভীড়ন।
ওদের শুনাই আমি কতো না কথন।
আমাদের নিয়ে লিখো ধরিলো রোদন।
পরীর মস্ত সুন্দর আছে দুই ডানা।
রোদন করিতে পরী,করিছে যে মানা।
চলো গো রূপকথার দেশে চলে যাই,
সোনার কাঠি ছুঁইয়ে রানিকে জাগাই।
রাক্ষুসীর হাত থেকে মুক্ত করে নেবো।
দুখগুলো রাক্ষুসীর হাতে তোলে দেবো।
রানী সুখী হবে ভীষণ রাজাকে পেয়ে।
আমি সুখী হবো দুঃখ বিদায় দিয়ে।



রচনাকাল :-
১৮-০১-২০১৮ ইং
৪ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।