আমার দুঃখ হয়,বড় দুঃখ হয়,
অকারণে সুখের দিনগুলোর
গলাটিপে ধরো যখন।
জবাই হওয়া মুরগির মতো
ছটপট করতে থাকি যন্ত্রণায়,
আর বেঁচে উঠার প্রবল চেষ্টা।
ভালো থাকতে চাও, ভালোবাসার
দোহাই দিয়ে ভালোলাগার গলা ঘুঁটে।
জানি, তুমি সরে যাবে না একচুল।
সেই ধনুক ভাঙা পণ করেছো।
লাভ কি তাতে,আঁঠার মতো সেঁটে বসে।
দূর আকাশের চাঁদ তার সব ভালো ।
যতই কলঙ্ক থাক্,কারো বশে আসে না।
দূর থেকে দেখে সবাই চোখ জুড়ায়।
স্বপ্ন বুনে, গান রচে, তার স্নিগ্ধতায়
দুঃখ ভুলে, চেয়ে চেয়ে রাত জাগে।
*****