খোলা আকাশ বিশাল রাশি
রবির আলো চাঁদের হাসি,
ছড়িয়ে দিলো দিবা নিশি।
পড়ুক ঝরে অহর্নিশি....
পথিমধ্যে পথিক বটে
চিরকালই চলছি হেঁটে,
ভুবন জোড়া আলোর ঝলক
আটকা পড়ে চোখের পলক।
সুখ সাগরে ভাসিয়ে তরি
জোয়ার ভাটায় বৈঠা ধরি।
মাঝি সেথায় খেয়ার ঘাটে
হিসেব বুঝেই সন্দেশ বাটে।।
....