পড়ে নিয়ো লিখন খানি
আদর করে কাছে টানি।
সুযোগ বুঝে সঙ্গোপনে,
কোন এক অবসর ক্ষণে।
জানি তোমার দিবস কাটে,
দেশ দশের নানান কাজে।
তার মাঝেও নিবিড় করে,
আমায় রাখো হৃদয় মাঝে।
জগত ব্যাপী তোমার আসন,
পৃথক তোমার দৃষ্টি দর্শন।
লোভে নাইবা কাতর হলে,
ভোগে তুমি গগন ছুঁলে।
তোমায় হেরি শিখবে লোকে,
রাতে না হয় দিবালোকে।
------
১৬-০৭-২০১৮ ইং ;
৩১ আষাঢ় ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।